সীমান্ত পরিস্থিতির কারণে ঘুমধুমের এসএসসি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর

|

প্রতীকী ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত পরিস্থিতির কারণে মিয়ানমার লাগোয়া ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। সেই কেন্দ্রের পরীক্ষা নেয়া হবে কক্সবাজারের উখিয়ার কুতুপালং পরীক্ষা কেন্দ্রে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ড। ১৭ সেপ্টেম্বর) থেকে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নেয়া হবে এ পরীক্ষা। এলাকায় মাইকিং করে এই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস।

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮টার দিকে নাইক্ষ্যংছড়ির তমব্রু’র নো ম্যানস ল্যান্ডের রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের ৩টি মর্টার শেলের আঘাতে ইকবাল নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও ৬ জন। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এর আগে, বিকেলে একই সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি আহত হন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply