যে কারণে আইফেল টাওয়ারের আলো সোয়া ঘণ্টা আগে বন্ধ হবে

|

ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ের এক ঘণ্টা পনেরো মিনিট আগে বন্ধ হবে ফ্রান্সের আইফেল টাওয়ারের সব আলো। মূলত, জ্বালানি সংরক্ষণের জন্যেই ফরাসি প্রশাসনের এ উদ্যোগ।

কর্তৃপক্ষ জানায়, চলতি বছর রাজধানীর বিদ্যুৎ খরচ পৌঁছাবে ৯ কোটি ইউরোতে। যা গেল বছরের প্রায় দ্বিগুণ। ২০২২ সালের শেষ নাগাদ প্রায় ৪ কোটি ইউরো বাড়বে প্যারিসের বিদ্যুৎ খরচ।

কর্তৃপক্ষ বলছে, আইফেল টাওয়ারে বাতি আগে বন্ধ করলে, বিদ্যুৎ বাঁচবে অন্তত চার শতাংশ। রাত ১টার বদলে; তাই পৌনে ১২টায় বন্ধ হবে আলোকসজ্জা। এর পাশাপাশি বন্ধ রাখা হবে মিউনিসিপ্যালটির সুইমিংপুলের পানি গরম রাখার প্রক্রিয়া।

মূলত, রাশিয়া থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি সংকটে পড়েছে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ। সেই সংকট মেটাতে নেয়া হচ্ছে বিভিন্ন ধরনের উদ্যোগ।

সূত্র: এবিসি নিউজ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply