ইলন মাস্কের ‘বাই আউট’ চুক্তিতে অনুমোদন দিয়েছে টুইটারের শেয়ার হোল্ডাররা

|

আইনি লড়াইয়ের মাঝেই বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ‘বাই আউট’ চুক্তিতে অনুমোদন দিয়েছে টুইটারের শেয়ার হোল্ডাররা। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

শেয়ার হোল্ডারদের অনলাইন বৈঠকে মাস্কের প্রস্তাবটি তোলা হয়। সেখানে হওয়া ভোটাভুটির সিংহভাগ যায় টেসলার কর্ণধারের পক্ষে। কিন্তু গেলো কয়েকদিন ধরেই টুইটারের সাথে এ চুক্তি বাতিলের চেষ্টা করে যাচ্ছেন ইলন মাস্ক। বর্তমানে টুইটার কেনার চুক্তি আদালতেও উঠেছে।

এর আগে, বিশ্বের শীর্ষ ধনীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনেন টুইটারের সিইও। সেসময় মাস্ক পাল্টা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে টুইটারের ব্যাপারে কিছু বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছিল। চুক্তি ভাঙার কারণ হিসেবে তিনি জানান, টুইটারে জাল বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করার আবেদন করেছিলেন। কিন্তু সে বিষয়ে টুইটার কোনো মন্তব্য করেনি।

গত এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটি কেনার প্রস্তাব দিয়েছিলেন ইলন মাস্ক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply