পোষা ক্যাঙ্গারুর হামলায় মালিক নিহত

|

ছবি: প্রতীকী

নিজের পোষা ক্যাঙ্গারুর হামলায় মারা গেলেন অস্ট্রেলীয় এক নাগরিক। ক্যাঙ্গারুর আক্রমণে গত ৮৬ বছরেও এমন নির্মম ঘটনা ঘটেনি। সোমবার পার্থের একটি মফস্বলে এ দুর্ঘটনা ঘটে। খবর গার্ডিয়ানের।

আশঙ্কাজনক অবস্থায় ৭৭ বয়সী নাগরিককে বাড়িতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তার আত্মীয়। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করলে বাধা দেয় ক্যাঙ্গারু। ফলে প্রাণীটিকে গুলি করতে বাধ্য হয় পুলিশ। বাড়িতে ক্যাঙ্গারু পুষতে, নানা আইনি বিধি-নিষেধ আছে অস্ট্রেলিয়ায়। পুলিশ জানিয়েছে, তারা দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধান করছে।

উল্লেখ্য, গত জুলাইয়ে কুইন্সল্যান্ডে ৬৭ বছর বয়সী এক নারী ক্যাঙ্গারুর হামলার শিকার হয়ে তার পা ভেঙে যায় এবং মার্চে নিউ সাউথ ওয়েলসে ক্যাঙ্গারুর হামলায় ৩ বছরের এক মেয়ে মাথায় গুরুতর আঘাত পেয়েছিল।অস্ট্রেলিয়াজুড়ে নগরায়ণের ফলে বন্য ক্যাঙ্গারুর আবাসস্থল সংকুচিত হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply