৬ নভেম্বর শুরু এইচএসসি পরীক্ষা

|

ফাইল ছবি।

২০২২ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হবে। এবার সকাল ও বিকেল দুই ধাপে পরীক্ষা নেয়া হবে। সকালের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সোমবার (১২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে। সারাদেশে বন্যা পরিস্থিতির কারণে এ পরীক্ষা পেছানো হয়।

পরীক্ষার সূচি অনুযায়ী ১৩ ডিসেম্বর পর্যন্ত লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা চলবে। এরপর ব্যবহারিক পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত সূচিতে জানানো হয়েছে, এইচএসসি ও সমমানের সব পরীক্ষা দুই ঘণ্টা হবে। এরমধ্যে বহুনির্বাচনী ২০ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় পাবে শিক্ষার্থীরা।

পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply