রুশ বাহিনীর সমালোচনায় চেচেন নেতা রমজান কারদিভ

|

ইউক্রেনে রুশ বাহিনীর পারফরমেন্সের সমালোচনা করেছেন চেচেন নেতা রমজান কাদিরভ। যিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত। উত্তর-পূর্ব ইউক্রেনে রুশ বাহিনীর পিছু হটার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রমজান কাদিরভ। খবর আল জাজিরার।

পূর্ব ইউক্রেনের খারকিভ প্রদেশের ইজিউম শহরে রুশ বাহিনীর প্রধান ঘাঁটি ছিল। গত ১০ সেপ্টেম্বর ইউক্রেনীয় বাহিনীর অভিযানের মুখে গোলাবারুদের মজুদ এবং বিভিন্ন সরঞ্জাম ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় কয়েক হাজার রুশ সেনা। এ ঘটনায় রুশ বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন চেচেন নেতা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, খারকিভ প্রদেশের ইজিউম শহর থেকে রুশ সেনাদের পিছু হটা গত মার্চে কিয়েভে সেনা প্রত্যাহারের পর এই যুদ্ধে রাশিয়ার সবচেয়ে বড় পরাজয়। ছয় মাসের বেশি সময় ধরে চলমান যুদ্ধে এই পিছু হটা একটি নির্ণায়ক মোড় ঘুরানো ঘটনা হয়ে ওঠতে পারে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply