চেয়ারম্যান পদে জেলাপ্রতি গড়ে ৮ জন চেয়েছে নৌকার টিকিট

|

সাধারণ মানুষের ভোট নয়, ভোট দেবেন কেবল স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা। তবুও জেলা পরিষদ নির্বাচন ঘিরে উত্তাপ দেশজুড়ে। যদিও সব আগ্রহ আওয়ামী লীগ নেতাকর্মীদেরই। ৬১ জেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ৫০০ প্রার্থী। অর্থাৎ প্রতিটি পরিষদের জন্য গড়ে ৮ জন। এরই মধ্যে ৬০ জেলা পরিষদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে দলটি।

স্থানীয় সরকার ব্যবস্থায় জেলা পরিষদ গুরুত্বপূর্ণ অঙ্গ। যদিও সাধারণ মানুষ নয়, স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা এখানে ভোটার। অর্থাৎ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিটি করপোরেশন বা পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা।

স্থানীয় সরকার বিশেষজ্ঞ রফিকুল ইসলাম খোকন বলছেন, নিশ্চিত জয় জেনেই মনোনয়নে এতো আগ্রহ আওয়ামী লীগের। আর এ কারণেই আকর্ষণীয় হয়ে উঠেছে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি।

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নিয়ে সাধারণ মানুষদের মধ্যেও আগ্রহের কমতি নেই।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply