ফেভারিটের মতোই শুরু করলেন লুকাকু-হ্যাজার্ডরা

|

ফেভারিটের মতো রাশিয়া বিশ্বকাপ শুরু করেছে বেলজিয়াম। বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়নের তালিকায় সেভাবে থাকে না লুকাকু-হ্যাজার্ডদের বেলজিয়ামের নাম। ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মানি কিংবা ফ্রান্সের মতো বড় শিরোপা জিতেনি তারা। নেই এত ভক্তকুল। অথচ, গত বিশ্বকাপের মতো এবারও শক্তিশালী দল নিয়ে রাশিয়া গেছে বেলজিয়াম। নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বেলজিয়াম।

ম্যাচের প্রথমার্ধে খুব একটা গোছালো ফুটবল খেলেছে বেলজিয়াম এমনটা বলা যাবে না। মিস করেছে বেশকিছু গোলের সুযোগও। দ্বিতীয়ার্ধের শুরুতে দ্রিস মের্তেন্স আচমকা এক শটে গোল আদায় করে নেয় বেলজিয়াম। এর পরই যেন হারানো খেই খুঁজে পায় তারা। ৭৯ মিনিটের সময় রোমেলু লুকাকু দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ান (২-০)। এর ৬ মিনিট পরই এডেন হ্যাজার্ডের বানিয়ে দেয়া বলে লুকাকু আরেকটি গোল করেন। ৩-০ গোলের বড় ব্যবধান নিয়ে ম্যাচ শেষ করে বেলজিয়াম।

অপেক্ষাকৃত দুর্বল দল পানামা ম্যাচে সেরকম কোনো প্রভাব বিস্তার করে খেলতে পারেনি। পানামার ডি-বক্সেই বেশির ভাগ সময় বল নিয়ে ঘোরাফেরা করেছে লুকাকু-হ্যাজার্ড-ফেলানিরা। গোলরক্ষক হাইমে পেনেদো বাধা হয়ে না দাঁড়ালে আরো গোটা চারেক গোল হজম করতে হতো তাদের।

রাশিয়া বিশ্বকাপে বড় দলগুলোকে বেশ কাঠখড় পোহাতে হচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি তো পরাজয় দিয়েই শুরু করেছে বিশ্বকাপ মিশন। এর মধ্যে, লুকাকুরা নামের প্রতি সুবিচার করেই শুরু করলেন বিশ্বকাপ। হয়তো, একটি বার্তাও দিয়ে দিলেন, এবার এত সহজে থামবে না বেলজিয়াম।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply