হোটেলে হঠাৎ ঝাঁকে ঝাঁকে মশার আক্রমণ, হেলিকপ্টার দিয়ে ওষুধ ছিটিয়ে রক্ষা

|

তিউনিসিয়ার সাথে ম্যাচ শুরুর আগে ইংলিশ টিমের হোটেলে ঘটে গেলে লঙ্কাকাণ্ড। ভলগোগ্রান্ড শহরে রোববার রাতে হঠাৎ করে বিরাট বিরাট মশার ঝাঁক এসে আক্রমণ চালায়। আর্কটিক অঞ্চলে কুখ্যাত এই মশা আকারে সাধারণের চেয়ে বড় এবং খুবই রক্তপিপাসু।

ব্রিটিশ পত্রিকা দ্য সান এবং ডেইলি মিরর জানিয়েছে, মশার আক্রমণে বাধ্য হয়ে রুশ কর্তৃপক্ষ ইংলিশ খেলোয়াড়রা অবস্থান করা হোটেল হিলটন এবং পাশের স্টেডিয়াম এলাকায় হেলিকপ্টার দিয়ে ওষুধ ছিটিয়েছে। এতে এক পর্যায়ে পালায় মশার দল।

স্কাই নিউজের রিপোর্টার কাভেহ সলহেকল টুইট করেছেন, ‘স্কাইন স্পোর্টস নিউজের লাইভ সম্প্রচার শুরু কয়েক সেকেন্ড আগেই তা বাতিল করতে হল। কারণ ইংল্যান্ড টিমের হোটেলের আশপাশে এক ধরনের পোকার আক্রমণ ঘটেছে। বিরাট সমস্যা তৈরি হয়েছে।’

গবেষক ও পরিবেশবিদ লরেন কুলার জানিয়েছেন, বর্তমানে রুশ শহর ভলগোগ্রান্ডের বর্তমান তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। যা একই সময়ে রাশিয়ার অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি। এ কারণে নানা ধরনের পঙ্গপালের আক্রমণ অস্বাভাবিক নয়। গত মাসে কর্তৃপক্ষ ক্যামিক্যালের মাধ্যমে এদের আগমণ প্রতিরোধের চেষ্টা করেছিল।

এ ধরনের মশার ব্যাপারে লরেন আরও বলেন, ‘এরা ক্লান্তিহীন। থামানো যায় না এদের। আপনার পিছু নিলে সহজে ছাড়বে না।’

এ শহরেই আজ সোমবার রাতে তিউনিশিয়ার মুখোমুখি হবে ইংলিশরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply