রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারি

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে আইবিএ ও কৃষি অনুষদের মধ্যকার খেলায় দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। এতে আইবিএ শিক্ষার্থীদের হামলায় ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর মোইজুর রহমান আহত হয়েছেন দাবি করে আন্দোলন করছেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা। এ নিয়ে উত্তেজনা ছড়ালে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসেছে।

পুলিশ জানিয়েছে, রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় ফুটবল খেলা শুরু হয়। নির্ধারিত সময়ে দুই গোলে খেলা ড্র হয়। পরে হয় ট্রাইবেকার। ট্রাইবেকারের শেষ শট নিয়ে দ্বন্দ্বে শুরু হয় দুপক্ষের মধ্যে মারামারি। এতে দুপক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে বেলা একটার দিকে কৃষি অনুষদের সামনে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সেস বিভাগের শিক্ষার্থীরা শিক্ষক মোইজুর রহমানের ওপর হামলার প্রতিবাদে আন্দোলন শুরু করেন। এতে উত্তেজনা ছড়ালে প্রশাসন দুই পক্ষকে নিয়ে আলোচনায় বসে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply