আজ থেকে প্রচারণা শুরু গাজীপুর সিটিতে

|

আজ থেকে শুরু হয়েছে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার। সকালে টঙ্গীর বোর্ডবাজার এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী জাহাঙ্গীর আলম। ভোটারদের কাছে তিনি তার পরিকল্পনা তুলে ধরেন। তিলোত্তমা নগরী গড়ার আশ্বাসও দেন তিনি।

তবে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার আজ সকাল থেকে মাঠে নামেননি। তিনি নেতাকর্মীদের সাথে আলাপ-আলোচনা করেছেন, কথা বলেছেন নির্বাচনী প্রচারের সার্বিক দিক নিয়ে।

২৬ জুন দেশের সবচেয়ে বড় এ সিটিতে হবে ভোট।

রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল বলেন, নির্বাচনে মেয়র পদে সাতজন এবং ৫৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন, ১৯টি সংরক্ষিত আসনে ৮৪ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬।

গত ১৫ মে গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণের কথা ছিল। হাইকোর্টের আদেশে প্রথমে ভোট আটকে যাওয়া এবং পরে আপিল বিভাগ সেটি প্রত্যাহার করে নেন। নতুন করে ২৬ জুন এ ভোট হওয়ার দিন ধার্য করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply