ব্রাজিল-আর্জেন্টিনার একই দশা

|

নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে বিশ্বকাপের শুরুতেই হোঁচট খেয়েছিল আর্জেন্টিনা। এবার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলেরও একই দশা হলো। সুইজারল্যান্ডের বিপক্ষে সেই ১-১ গোলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো সেলেসাওদের।

আর্জেন্টিনা এগিয়ে গিয়েও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। এরপর প্রতিপক্ষের ডি-বক্সে মরিয়া প্রচেষ্টা চালিয়েও কাজ হয়নি। উপরন্তু পেনাল্টি মিসের মাশুল দিয়ে একরাশ হতাশা নিয়ে মাঠ ছেড়েছিল। আর নিজেদের প্রথম ম্যাচে কুতিনহোর দেয়া গোলের লিড প্রথমার্ধজুড়েই ধরে রেখেছিল ব্রাজিল। খেলছিলও দারুণ কিন্তু ৫৫ মিনিটে সুইজারল্যান্ডের জুবেরের গোলে ধাক্কা খায় তারা। এর পর নানাভাবে চেষ্টা করেও আর লিড নিতে পারেনি ব্রাজিল।

লাতিন আমেরিকার দুই পরাশক্তি এমন হোঁচট খেলেও মধ্য আমেরিকার দেশ মেক্সিকো কিন্তু দারুণভাবে শুরু করেছে বিশ্বকাপ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে রাশিয়া বিশ্বকাপের এখন র্পযন্ত সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে তারা।

অনেক বোদ্ধা যেমনটি বলেছিলেন, রাশিয়া বিশ্বকাপে ইউরোপের পাওয়ার ফুটবলেরই দাপট দেখা যাবে। এখন পর্যন্ত তেমনই আলামত। সেক্ষেত্রে ব্রাজিল- আর্জেন্টিনার মতো দেশগুলোকে কাপ ছুঁতে হলে অনেক কাঠখড় পোহাতে হবে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply