হোয়াইট হাউজে ওবামার ছবি; ট্রাম্প কেন বসাননি, বাইডেন কেন বসালেন?

|

উন্মোচন করা হলো সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফার্স্টলেডি মিশেল ওবামার অফিসিয়াল প্রোট্রেট। রীতি অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্টের অফিসিয়াল পোট্রেট টাঙানো হয় পরবর্তী প্রেসিডেন্টের মাধ্যমে। তবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওবামার ছবি টাঙাতে অস্বীকৃতি জানানোয় বাইডেন প্রশাসন সম্পন্ন করলেন ওই আনুষ্ঠানিকতা।

ডোনাল্ড ট্রাম্প এই অনুষ্ঠান না করার কারণ হিসেবে বলেন, হাওয়াইতে নয় বরং ওবামার জন্ম কেনিয়ার মাটিতে। তাই তার প্রশাসনের পক্ষ থেকে বারাক ওবামার জন্য কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়নি। সেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করলো বাইডেন প্রশাসন।

নতুন লাগানো ছবিতে সাবেক এই প্রেসিডেন্টকে ধূসর টাইসহ একটি কালো স্যুটে এঁকেছেন রবার্ট ম্যাককার্ডি। আর লাল সোফায় নীল গাউনে মিশেলকে এঁকেছেন শ্যারন স্প্রুং।

দীর্ঘ অপেক্ষা শেষে হোয়াইট হাউজের দেয়ালে শোভা পাচ্ছে তাদের ছবি। প্রোট্রেট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাক ওবামা এবং মিশেল ওবামা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply