লক্ষ্মীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

|

লক্ষ্মীপুরে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে স্বজন ও এলাকাবাসী।

নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে মরিয়ম বেগমকে চন্দ্রগঞ্জের রয়েল হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তার সিজার করেন হাসপাতালের মালিক ডা. সোলায়মান। ভোরের দিকে, রোগীর অবস্থা ভালো নয় বলে জানান তিনি। ঢাকায় পাঠানোর জন্য রোগীকে তুলে দেয়া হয় অ্যাম্বুলেন্সে। এক পর্যায়ে স্বজনরা বুঝতে পারেন মরিয়ম বেগম মারা গেছেন। এরপরই পালিয়ে যান হাসপাতালের মালিক ও কর্মচারীরা। রোগীর পরিবারের সদস্যরা জানান, অপারেশনের সময় এনেসথেশিয়ার চিকিৎসক ছিলেন না। একাই অপারেশন করেন ডা. সোলায়মান। ভুল চিকিৎসার কারণেই রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply