জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি বাজুসের

|

জুয়েলারি ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন এন্টি স্মাগলিং অ্যান্ড ল এনফোর্সমেন্টের চেয়ারম্যান এনামুল হক দোলন বলেন, জুয়েলারি দোকানে চুরি, ডাকাতি ও হত্যার ঘটনার দ্রুত বিচার করতে হবে।

সংবাদ সম্মেলনে বাজুস নেতারা বলেন, চট্টগ্রামের বাজুস সদস্য ধীমান ধরকে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বর্ণ চোরচালানীরা দেশ থেকে অর্থপাচার করছে। এদের আইনের আওতায় আনতে বাজুস, রাজস্ব বোর্ডের সাথে কাজ করতে চায়। নেতারা দেশি-বিদেশি চোরাকারবারি সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধের আহ্বান জানান।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply