চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৭৪

|

ছবি: সংগৃহীত

চীনে জোরালো ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৪ জনে। এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ২৬ জন। বুধবার এসব তথ্য নিশ্চিত করেছে চীন। খবর বার্তা সংস্থা এপির।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্যোগপ্রবণ এলাকায় উদ্ধার অভিযান চলছে। প্রায় সাড়ে ৬ হাজার উদ্ধারকর্মী এই কাজে নিয়োজিত রয়েছেন। পার্বত্য এলাকা হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে সরানো হচ্ছে মুমূর্ষুদের। ভূমিকম্পে বিধ্বস্ত এলাকাগুলো থেকে সাড়ে ৩শ’ বাসিন্দাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে প্রাকৃতিক দুর্যোগের তুলনায় প্রশাসনিক নীতিমালার ব্যাপারে বাড়ছে অসন্তোষ। কারণ ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের সময় অঞ্চলটিতে করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন চলছিল। তাই কম্পন অনুভূত হলেও বাড়ি থেকে বের হতে পারেননি বেশিরভাগ মানুষ। ফলে হতাহতের সংখ্যা বেড়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply