পেনাল্টিময় এক দিন

|

পেনাল্টিময় একটি দিন! ১৬ জুন বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ৩ ম্যাচেই পেনাল্টি হয়েছে ৪টি! বিশ্বকাপের ইতিহাসে একদিনে এর চেয়ে বেশি পেনাল্টি দেখা গেছে মাত্র একবার। ১৯৯৮ বিশ্বকাপে ২৪ জুন ৬টি পেনাল্টি দেখা গিয়েছিল। তবে, পেনাল্টি মিসের দিকে আজকের দিনটি সে দিনটিকে ছাড়িয়ে গেছে। চার পেনাল্টির দুটোই মিস! প্রথমটা মিসটি আবার করেছেন লিওনেল মেসি! পরেরটি করেছেন পেরুর খেলোয়াড় ক্রিস্টিয়ান কেভা। মেসির মিসে আর্জেন্টিনা আইসল্যান্ডের বিপক্ষে জয় বঞ্চিত হয়েছে। অার কেভার দলকে হারতে হয়েছে ডেনমার্কের বিপক্ষে। অথচ, দুই ক্ষেত্রেই পেনাল্টি মিস করা দলই আধিপত্য বিস্তার করে খেলেছে।

দিনের অপর দুটি পেনাল্টি ছিল ফ্রান্স-অস্ট্রেলিয়া ম্যাচে। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে অস্ট্রেলিয়ার ডি-বক্সের মধ্যে অ্যান্থোনি গ্রিজম্যানকে ফাউল করে বসেন জশ রিডসন। প্রথমে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত না দিলেও ‘ভিএআর’ জানিয়ে দেয় এটা পেনাল্টি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি গ্রিজমান। এর মাধ্যমে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির কাছ থেকে প্রথমবারের মতো পেনাল্টির সিদ্ধান্ত দেখলো বিশ্বকাপ। তবে, গোলের আনন্দ বেশিক্ষণ উদযাপন করতে পারেনি ফ্রান্স। ম্যাচের ৬২ মিনিটে বক্সের ভেতরে ফ্রান্সের স্যামুয়েল উমতিতি বাজেভাবে হ্যান্ডবল করায় পেনাল্টি পায় অস্ট্রেলিয়া। সেখান থেকে গোল করেন মিডফিল্ডার মাইল জেডিনাক।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply