কাশ্মিরে প্রখ্যাত সাংবাদিক সুজাত বুখারিকে গুলি করে হত্যা

|

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন স্থানীয় ‘রাইজিং কাশ্মির’ পত্রিকার প্রধান সম্পাদক সুজাত বুখারি। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী শ্রীনগরে দুই দেহরক্ষীসহ গুলিবিদ্ধ হন প্রবীণ এই সাংবাদিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পত্রিকার কার্যালয় থেকে বের হওয়ার পরই বুখারির ওপর হামলা চালায় বন্দুকধারীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জম্মু কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। কাশ্মির ইস্যুতে বরাবর উচ্চকণ্ঠ বুখারি সংকট সমাধানে জোর দিতেন আলোচনার ওপর। তাকে হত্যার ঘটনায় দিল্লির অভিযোগের তীর বিচ্ছিন্নতাবাদীদের দিকে।

এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিক মহল। দোষীদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি তাদের। এদিকে কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply