মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে আটক দুই

|

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিনটি দেশীয় ধারালো অস্ত্রসহ ২ ডাকাতকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে জেলা সদরের বসন্তপুর বাজারের পাশের একটি মেহগনি বাগান থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের কুশা গোপালপুর গ্রামের মৃত রফিক মোল্লার ছেলে শহিদ মোল্লা (৩৫) ও নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের মিরের গ্রামের মৃত সেকেন্দার মিয়ার ছেলে কুটি মিয়া (৪২)।

রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. শহিদুল ইসলাম জানান, রাত সাড়ে ১০ টার দিকে ১০-১২ জন ডাকাত বসন্তপুর বাজারের পাশে একটি মেহগনি বাগানে বসে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে ডাকাতির পরিকল্পনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাগানে অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় ২ ডাকাতকে আটক করা হয়।

এসময় ডাকাত দলের অন্য সদস্যরা কৌঁশলে পালিয়ে যায়। পরে আটকদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি, একটি হাসুয়া, একটি দাঁ, একটি বড় ছুরি, তিনটি টর্চলাইট ও কয়েকটি মুখ বাঁধার কাপড় জব্দ করা হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply