কানাডার ডেপুটি প্রধানমন্ত্রীকে হয়রানির ঘটনায় দেশজুড়ে তোলপাড়

|

কানাডার ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড (রয়টার্স থেকে নেয়া ছবি)।

কানাডার ডেপুটি প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে হয়রানির ঘটনায় তোলপাড় চলছে দেশটিতে। খবর রয়টার্সের।

জানা গেছে, গত শনিবার (২৭ আগস্ট) আলবার্টায় একটি বৈঠকে অংশ নেয়ার সময় এক ব্যক্তি ফ্রিল্যান্ডকে উদ্দেশ্য করে চিৎকার করতে থাকে। এ সময় উপ প্রধানমন্ত্রীকে বেইমান বলে আখ্যা দেন ওই ব্যক্তি।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হয়রানির বিষয়টিকে নারী স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দেন তিনি। ট্রুডো বলেন, শুধুমাত্র নারী হওয়ার কারণেই এ ধরনের হয়রানির শিকার হয়েছেন আমাদের ডেপুটি প্রধানমন্ত্রী।

এদিকে, এ ইস্যুতে নিন্দা ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply