ভারতের বিরুদ্ধে হাতে কালো ব্যাজ বেঁধে মাঠে নামবে পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

২০২২ সালের এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। চলতি বছর দুই দলের এটাই প্রথম সাক্ষাৎ। প্রায় একবছর পর দুই দল মুখোমুখি হচ্ছে। তবে ভারতের বিরুদ্ধে এই ম্যাচে হাতে কালো ব্যাজ পরে মাঠে নামবে পাকিস্তান দল। আসলে এই হাইভোল্টেজ ম্যাচটা পাকিস্তান বন্যায় ক্ষতিগ্রস্ত ও নিহতদের উদ্দেশে খেলবে। এর ফলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করবে তারা। ম্যাচের আগে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম এ কথা জানিয়েছেন। খবর এই সময়ের।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আজ এশিয়া কাপে ভারতীয় দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। এই ম্যাচে কালো ব্যাজ বেঁধে খেলবে পাকিস্তান। পাকিস্তানে বন্যা দুর্গতদের সহায়তার জন্য এটি করা হবে।

বাবর আজম বলেছেন, এটা আমাদের দেশের জন্য কঠিন সময়। আমরা সকল বন্যার্তদের জন্য প্রার্থনা করছি।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান এবং সিন্ধু প্রদেশের বেশিরভাগ এলাকায় ভয়াবহ বন্যা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের তিন কোটিরও বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: ১। বাবর আজম (অধিনায়ক), ২। মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ৩। ফখর জামান, ৪। আসিফ আলী, ৫। ইফতিখার আহমেদ, ৬। খুশদিল শাহ, ৭। শাদাব খান, ৮। মোহাম্মদ নাওয়াজ/ উসমান কাদির, ৯। শাহনাওয়াজ দাহানি/ মোহাম্মদ হাসনাইন, ১০। হারিস রউফ, ১১। নাসিম শাহ।

ভারতের সম্ভাব্য একাদশ: ১। কেএল রাহুল, ২। রোহিত শর্মা (অধিনায়ক), ৩। ভিরাট কোহলি, ৪। সূর্যকুমার যাদব, ৫। হার্দিক পান্ডিয়া, ৬। রিশাভ পান্ত/ দীনেশ কার্তিক, ৭। রবীন্দ্র জাদেজা, ৮। ভুবনেশ্বর কুমার, ৯। অশ্বিন/ আভেশ খান, ১০। যুজবেন্দ্র চাহাল, ১১। আর্শ্বদ্বীপ সিং।
আরও পড়ুন: বিশ্বকাপ থেকে প্রায় ৬০ লাখ কোটি টাকা আয় করতে যাচ্ছে কাতার!
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply