স্প্যানিশ লিগে রাতে মাঠে নামবে রিয়াল ও বার্সা

|

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লিগের ভিন্ন ম্যাচে আজ রাতে মাঠে নামবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত সাড়ে ১১টায় বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদ আর রাত দুইটায় এসপানিওলের আতিথ্য নেবে লস ব্লাঙ্কোসরা।

ভায়াদোলিদের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে বার্সেলোনা। সবশেষ, ২০১৪ সালে ভায়াদোলিদের কাছে হেরেছিল কাতালান জায়ান্টরা। সবশেষ ১৫ দেখায় ১৪ জয় জাভির দলের। লম্বা সময় পর নিবন্ধিত হওয়া এই ম্যাচে বার্সার জার্সিতে অভিষেক হতে পারে ডিফেন্ডার জুল কুন্ডের। নিষেধাজ্ঞা মুক্ত হয়ে একাদশে ফিরতে পারেন বুসকেটস। তাকে সুযোগ দিতে জায়গা হারানোর কথা ডি ইয়ংয়ের।

শেষ দেখায় এসপানিওলকে ৪-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। স্বভাবতই এই রাতের ম্যাচেও ফেভারিট হিসেবে মাঠে নামবে চ্যাম্পিয়ন রিয়াল। এই ম্যাচের আগে ইনজুরি মুক্ত হয়ে অনুশীলনে ফিরেছেন রিয়াল মিডফিল্ডার টনি ক্রুজ ও ফরোয়ার্ড রদ্রিগো। কিন্তু শতভাগ ম্যাচ ফিনটেস না থাকলে রিজার্ভ বেঞ্চেই জায়গা হবে দু’জনের। পূর্ন শক্তির দল নিয়ে কাতালান ক্লাবটির বিপক্ষে মাঠে নামবে রিয়াল।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply