প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় কারাবন্দী সাবেক ছাত্রদল নেতা লাকির মৃত্যু

|

সাতক্ষীরা প্রতিনিধি : 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত কারাবন্দী সাবেক ছাত্রদল নেতা জাবিদ রায়হান লাকির মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার (২৭ আগষ্ট) রাত একটার দিকে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

জাবিদ রায়হান লাকি, জেলার কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল, পৌর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি ছিলেন। 

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমতাজুল ইসলাম চন্দন জানান, কারাগারে থাকার পর ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়েন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা লাকি। কারা কর্তৃপক্ষ তাকে যথাযথ চিকিৎসা দেননি। একটি মিথ্যা মামলার রায়ে তিনি সাড়ে চার বছরের দণ্ডপ্রাপ্ত ছিলেন। পৃথক আরেকটি মামলাকে কেন্দ্র করে আদালতে হাজির করার জন্য লাকিকে খুলনা মেডিকেল কলেজ থেকে সাতক্ষীরায় নিয়ে আসা হয়। সাতক্ষীরা মেডিকেলে যথাযথ চিকিৎস না পেয়ে তিনি মারা গেছেন।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মানস কুমার মণ্ডল বলেন, আগে তিনি স্ট্রোক করেছিলেন। ডায়বেটিস ও ফুসফুসে ইনফেকশনসহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। 

সাতক্ষীরা কারাগারের জেলার মামুনুর রশিদ জানান, লাকি নামের দণ্ডপ্রাপ্ত আসামির শরীরের বাম পাশ অবস ও তার অনিয়ন্ত্রিত ডায়বেটিক ছিল। চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কারা কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা করাননি সে কারণে মারা গেছেন এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, এটা সঠিক নয়। আমরা তাকে এর আগেও খুলনায় নিয়ে গেছি। কেউ মারা গেলে এমন অভিযোগ বাস্তবসম্মত নয়। 

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply