লঞ্চেও ঘরমুখো মানুষের ভিড়

|

ট্রেন, বাসের মতো লঞ্চেও ঘরমুখো মানুষের  ভিড়। বিকেল থেকেই সদরঘাটে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে থাকে। তবে যাত্রীদের সাথে কথা বলে এবার তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি। লঞ্চ সময়মতো ছাড়ছেই বলেন জানান তারা।

এদিকে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, কাল সরকারি অফিস খোলা থাকায় ও গার্মেন্টস ছুটি না হওয়ায় আজ একটু ভিড় কম। তবে কাল ও শুক্রবার ভিড় বাড়তে পারে।

সরজমিনে দেখা যায়, ঘরমুখো মানুষেরা লঞ্চেই উঠেই পরিচিত মুখের দেখা পেয়ে চিৎকার করে আনন্দ প্রকাশ করছে। কেউ কেউ লঞ্চের ছাড়ার অপেক্ষার সাথে সাথে আড্ডা শুরু করে দিয়েছেন। ডেকের যাত্রীদের দেখা গেছে গল্প-আড্ডা দিতে। কেউ কেউ খেলছেন তাস। তবে গরমে সবাইকে কষ্ট পেতে দেখা গেছে। কিন্তু দুর্ভাবনা আর সকল শঙ্কা জয় করে ফিরছেন মানুষ আপন আলয়ে।

এদিকে  সন্ধ্যার পর ছেড়ে যাচ্ছে লঞ্চ আর মুখে স্বস্তির হাসি ফুটে উঠছে বাড়ি ফেরা মানুষের মুখে। এর আগে দিনের বেলাও কিছু কিছু এলাকার লঞ্চ ছেড়ে যায়। নৌ পথে মানুষের চাপ থাকলেও দক্ষিণাঞ্চলের যাত্রীরা বাড়ি ফিরছেন অনেকটা স্বাচ্ছন্দেই। সকল ভোগান্তি ছাপিয়ে প্রিয়জনদের সান্নিধ্য পাওয়ার আনন্দ ছিল সকলের চোখেমুখে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply