আবারও পরমাণু পরীক্ষা চালালো উত্তর কোরিয়া?

|

উত্তর কোরিয়ার ভূখণ্ডে আজ শনিবার মধ্যম মানের ভূমিকম্প হয়েছে। চীনের ভূমিকম্প পবর্যবেক্ষক সংস্থা বলছে কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৪। ধারণা করা হচ্ছে, এটি পরমাণু বোমার বিস্ফোরণের কারণে সৃষ্টি হতে পারে।

চীন জানিয়েছে, স্থানীয় সময় আজ সকালে সাড়ে আটটার সময় এ কম্পন অনুভূত হয়। তবে দক্ষিণ কোরিয়ার পর্যবেক্ষক সংস্থা মনে করছে, এটি স্বাভাবিক ভূকম্পনও হতে পারে।

এর আগে গত সপ্তাহে দেশটির ইতিহাসে সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং। গত কয়েক মাস ধরে দেশটি বিভিন্ন ধরনের মিসাইল ও বোমার ধারাবাহিক পরীক্ষা চালিয়ে আসছে। এর ফলে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নতুন অবরোধের মুখে পড়তে হয়েছে উত্তর কোরিয়াকে।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ও সংস্থার চাপের মুখে কিছুতেই নতি স্বীকার করছে না কিম জং উনের দেশ।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply