বৃহস্পতির দুর্লভ ছবি তুলেছে জেমস ওয়েব টেলিস্কোপ, যা জানা গেলো

|

নাসার ব্লগে প্রকাশিত বৃহস্পতি গ্রহের নতুন ছবি।

সৌর জগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির কিছু দুর্লভ ছবি তুলেছে জেমস ওয়েব টেলিস্কোপ।

সোমবার (২২ আগস্ট) এসব ছবি প্রকাশ করেন নাসার বিজ্ঞানীরা।

জানা গেছে, গত জুলাইয়ে ছবিটি ধারণ করে টেলিস্কোপটি। এতে উঠে এসেছে বৃহস্পতির অনেক খুঁটিনাটি বিষয়। ছবিতে বৃহস্পতির উত্তর ও দক্ষিণ মেরুতে বিশাল আলোকচ্ছটা লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। এছাড়াও গ্রহটির গায়ে রয়েছে জ্বলজ্বলে লাল দাগ। যা মূলত একটি ঝড়।

গবেষকদের দাবি, ঝড়টি এতোটাই বিশাল যে নিমেষেই তা গ্রাস করতে পারে পৃথিবীর মতো যেকোনো গ্রহকে। বিস্ময়কর ওই রেড স্পটের আশপাশে রয়েছে আরও অসংখ্য ছোট ছোট ঝড়ের চিহ্ন। এছাড়াও স্পষ্টভাবে ধরা দিয়েছে বৃহস্পতির রিং, ঘূর্ণায়মান কুয়াশা, উপগ্রহ এবং পেছনের গ্যালাক্সি। গ্রহটির এমন ছবি আগে কখনও দেখা যায়নি বলে দাবি বিজ্ঞানীদের।

এর জন্য জেমস ওয়েব টেলিস্কোপের অত্যাধুনিক প্রযুক্তিকে কৃতিত্ব দিচ্ছেন তারা। বলছেন, মহাকাশের বিভিন্ন বস্তুর ক্ষুদ্রাতিক্ষুদ্র অংশ চিহ্নিত করতে সক্ষম টেলিস্কোপটি। যা মহাকাশ গবেষণাকে অন্য এক ধারায় পৌছে দেবে।

সম্প্রতি মহাশূন্যের ১৩৫০ কোটি বছর আগের বিরল এক ছবি তুলে আলোড়ন তোলে জেমস ওয়েব টেলিস্কোপ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply