২০০ ফুট পতাকা বানালেন আর্জেন্টিনা ভক্তরা

|

রাজবাড়ী প্রতিনিধি

রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল আসরের বাকি আর মাত্র কয়েকটা দিন। বিভিন্ন দেশের মতো বাংলাদেশও মেতেছে ফুটবল জ্বরে। ফুটবল প্রেমীরা তাদের নিজ নিজ পছন্দের দেশের পতাকা টানিয়ে সমর্থন জানান দিচ্ছেন। অন্য সবার মতো রাজবাড়ীর ফুটবল ভক্তরাও মেতেছে বিশ্বকাপ উন্মাদনায়। ইতেমধ্যে জেলার বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানিসহ বিভিন্ন দেশের রং বে রংয়ের পতাকা। এরই মধ্যে রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর দক্ষিণপাড়া এলাকায় ফুটবল খেলোয়ার লম্বু আলমের উদ্যোগে ২০০ ফুট দৈর্ঘ্যর পতাকা টানিয়ে আলোচনায় উঠে এসেছে আর্জেন্টিনার ভক্তরা। গঙ্গাপ্রসাদপুর দক্ষিণপাড়া এলাকার প্রবেশ মুখেই টানানো হয়েছে বিশাল আকৃতির এই আর্জেন্টিনার পতাকা। যা দেখে অনেকই মুগ্ধ হচ্ছেন।

রাজবাড়ী জেলার অতি পরিচিত মুখ ফুটবল খেলোয়ার মোঃ আলম সেখ (লম্বু আলম) এর উদ্যোগে আর্জেন্টিনার এই বিশাল আকৃতির পতাকাটি তৈরি করেছে মিজানপুর ইউনিয়নের আর্জেন্টিনার ভক্তরা। এ বিষয়ে মোঃ আলম সেখ (লম্বু আলম) জানান, আগামী ১৪ই জুন রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হবে। মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের নাদের, জিয়া, খোকন, ইভান, আতা, টিপু, আলিম, আজিম, রিপু, সাইদ, আনভীর, মাসুদ, রুবেল, আলামিন, সাজাহান, সামসু, মিলন, শামীম, সাগর, ইউনুচ, মিজান, রাব্বী, হাসেম, হাসমত, ফারুক সহ আমরা যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছি তারা সকলে মিলে এই পতাকাটি টানিয়েছি। আশা করি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply