‘খালেদা জিয়া নারাজি, বিএসএমএমইউ’তে নেয়া হচ্ছে না’

|

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া- ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিএসএমএমইউ’তে যেতে রাজি না হওয়ায় আজ তাকে হাসপাতালে নেয়া হচ্ছে না। মঙ্গলবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দীন এ কথা জানান। তিনি বলেন, সব প্রস্তুতি ছিল কিন্তু খালেদা জিয়া রাজি না হওয়ায় নেয়া হচ্ছে না।

এর আগে, মঙ্গলবার সকালে যমুনা নিউজকে একই কথা বলেন কারা চিকিৎসক মাহমুদুল হাসান শুভ।

গত সোমবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দীন জানান, খালেদা জিয়া রাজি থাকলে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আপাতদৃষ্টিতে তার স্বাস্থ্য ভালো আছে বলেও মন্তব্য করেন তিনি।

এর পর, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে পুরাতন কেন্দ্রীয় কারাগারে গিয়ে কথা বলে এসেছেন কারা মহাপরিদর্শক।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। সেদিন থেকেই তিনি নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। সম্প্রতি, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি সম্ভবত ‘মাইল্ড স্ট্রোক’ করেছেন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply