দুবাইয়ে নির্মিত হবে আরেক গোলাকার শহর, ঘিরে থাকবে বুর্জ খলিফাকে

|

প্রস্তাবিত গোলাকার শহর।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৃথিবীর উচ্চতম ভবন বুর্জ খলিফাকে কেন্দ্র করে বৃত্তাকার একটি শহর নির্মাণের পরিকল্পনা করছে নির্মাণকারী সংস্থা ‘জেডএনইরা স্পেস’। এই নগরটি হবে ঝুলন্ত শহরের মতো। মাটি থেকে এর উচ্চতা হবে ৫৫০ মিটার এবং পরিধি তিন কিলোমিটার। খবর ইন্ডিয়া টাইমসের।

অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পরিকল্পিত এই শহরটির প্রস্তাবিত ছবি প্রকাশ করেছে জেডএনইরা স্পেস। সেখানে জানানো হয়, জনসংখ্যার কারণে যাতে শহরে বসবাসের পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয় সে লক্ষ্যে এ পরিকল্পনা নেয়া হয়েছে। এই শহরের নাম রাখা হয়েছে ‘উল্লম্ব নগরায়ণ’।

জানা গেছে, গোলাকার ঝুলন্ত এই শহরের মধ্যে থাকবে বাড়ি ও দোকানপাট। বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য থাকবে অডিটোরিয়াম। এখানে একাধিক বিনোদন কেন্দ্রও থাকবে। শহরের মানুষদের মধ্যে নিয়মিত যোগাযোগ রাখার ব্যবস্থাও থাকবে এই শহরে।

বরা হচ্ছে, গোটা কাঠামোটির নীচে থাকবে একটি ঝুলন্ত রেলপথ। সেখানে চলাচল করবে রেলের ছোট ছোট বগির মতো যানবাহন। তবে এখনও এটি সরকারিভাবে অনুমোদন পায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply