মদের ব্যবসায় লাইসেন্স দেয়ায় অনিয়মের অভিযোগ, দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে অভিযান

|

মনিশ সিসোরিয়া। ছবি: সংগৃহীত

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনিশ সিসোরিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে আম আদমি পার্টির সিনিয়র এই নেতার বাড়িতে চলে অভিযান।

সিসোরিয়ার বাসভবনসহ দিল্লি এবং এর আশেপাশের এলাকায় ২০টিরও বেশি জায়গায় শুক্রবার (১৯ আগস্ট) সকাল থেকে চলে সিবিআইয়ের এ তল্লাশি।

আবগারি নীতি প্রণয়ন এবং কার্যকর করার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে মনিশ সিসোরিয়ার বিরুদ্ধে গেল বছর মামলা করে সিবিআই। এতে বলা হয়, মদের ব্যবসার জন্য লাইসেন্স দেয়ার ক্ষেত্রে অনিয়ম করেছে সিসোরিয়াসহ প্রশাসনের কিছু কর্মকর্তা। অর্থসহ বিভিন্ন সুবিধার জন্য নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে লাইসেন্স দেয়া হয়। যা নতুন আবগারি নীতির স্পষ্ট লঙ্ঘন।

আরও পড়ুন: তিন যুবককে ডেকে এনে বান্ধবীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ করালো তরুণী

এ ঘটনায় ক্ষুব্ধ মনিশ সিসোরিয়া জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযান চালানো হয়েছে। সিবিআই কর্মকর্তারা কিছুই খুঁজে পাবেন না বলেও দাবি করেন তিনি। এদিকে, পাল্টা আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply