রাশিয়ায় স্টারবাকস এখন ‘স্টার কফি’

|

স্টারবাকসের নাম পাল্টে হয়ে গেলো, স্টার কফি। রাশিয়ায় মালিকানা পরিবর্তনের পর ১৩০টি দোকান চালু হলো, নতুন পরিচয়ে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) মস্কোতে দোকানগুলোর দরজা খুলে দেয়া হয়। আনা হয়েছে কিছু লক্ষ্যনীয় পরিবর্তন। স্টারবাকসের বিখ্যাত জলপরীর লোগার বদলে শোভা পাচ্ছে হেডড্রেস পরা এক নারীর ছবি। যার নাম কোকোশনিক। তাছাড়া, কফির পাশাপাশি রাখা হয়েছে স্যান্ডউইচ, পাস্তা, সালাদ, পেস্ট্রি ও অন্যান্য ডেজার্ট।

ফেব্রুয়ারিতে রাশিয়া সামরিক অভিযানের নামে ইউক্রেনে আগ্রাসন শুরু করলে ব্যবসা গুটিয়ে নেয় জনপ্রিয় বহু প্রতিষ্ঠান। যার অন্যতম ছিলো কফি চেইন স্টারবাকস। রাশিয়ায় ১৫ বছর ধরে রাজত্ব করেছিলো এই প্রতিষ্ঠান। দোকানগুলো কিনে নেন রুশ ব্যবসায়ী আন্তন পিনোস্কি র‍্যাপার তৈমুর ইউনুসভ এবং সিন্দিকা কোম্পানি। তাদের দাবি, খাবারের স্বাদ ও গুণগত মাণ একই থাকছে, হতাশ হবেন না ভোজন রসিকরা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply