দেশের সার্বভৌমত্ব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে: রিজভী

|

দেশের সার্বভৌমত্ব মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখতে ভারতের প্রতি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন যে আহ্বান জানিয়েছেন তাতেই এর প্রমাণ মিলেছে।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষ গণমাধ্যমের সাথে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, সরকারের পায়ের নীচে মাটি নেই তা মন্ত্রীরাই প্রমাণ করছেন। শেখ হাসিনার পায়ের নীচের মাটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, সরকার দেশে গুম, বিচার বহির্ভূত হত্যা অব্যাহত রেখেছে। একই সাথে মানুষের মতপ্রকাশের স্বাধীনতাও হরণ করেছে।

দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দেশের গৌরবের স্বাধীনতায় কাউকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না বলেও জানান রিজভী আহমেদ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply