পার্টিতে নাচগান করায় ব্যাপক সমালোচিত ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

|

বন্ধুদের পার্টিতে নাচগান করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার একটি ভিডিও। খবর দ্য গার্ডিয়ানের।

প্রধানমন্ত্রীর এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ দেশটির বিরোধী দলীয় নেতারা। সানা মারিন মাদক গ্রহণ করেছেন কিনা সেটা পরীক্ষা করে দেখারও আহ্বান জানান। তবে মাদক গ্রহণের কথা অস্বীকার করেছেন ৩৬ বছর বয়সী সরকার প্রধান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাফ জানিয়েছেন অ্যালকোহল পান করলেও নেননি নেশাদ্রব্য।

বিশ্বের সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। তাই কোনো ধরণের রাখঢাক না রেখেই পার্টিতে যোগদানের কথা বরাবর স্বীকার করেন তিনি। গেলো বছরও কোভিড বিধিমালা উপেক্ষা করে ক্লাবে যাওয়ার জন্য ব্যাপক সমালোচিত হন। পরে জনসম্মুখে তাকে ক্ষমা চাইতে হয়। চলতি মাসেই বিশ্বের সবচেয়ে আমুদে প্রধানমন্ত্রী হিসেবে সানা মারিনকে আখ্যায়িত করেন জার্মান গণমাধ্যম বিল্ড।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply