ঝাপোরজিয়া পরমাণু কেন্দ্রের ক্ষতিসাধন হবে আত্মহত্যার শামিল: গুতেরেস

|

ছবি: সংগৃহীত

ঝাপোরজিয়া পরমাণু কেন্দ্রের যেকোনো ক্ষতিসাধন হবে আত্মহত্যার শামিল। ইউক্রেনে ত্রিপক্ষীয় বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এ মন্তব্য করলেন জাতিসংঘ মহাসচিব। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবারই চলমান যুদ্ধের কূটনৈতিক সমাধান খোঁজার উদ্দেশে ইউক্রেন সফর করেন অ্যান্তোনিও গুতেরেস এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

লভিভ শহরে ইউক্রেনীয় প্রেসিডেন্টের সাথে ত্রিপক্ষীয় বৈঠক করেন তারা। এ সময় পরমাণু কেন্দ্রটিকে রুশ সেনাঘাঁটি বানানোয় নিন্দা জানান। একই সাথে গেল দু’সপ্তাহ ধরে কেন্দ্রটি ঘিরে হামলা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তারা। বলেন, যেকোনো মুহূর্তে মিসাইলের আঘাতে তেজস্ক্রিয়তা ছড়াতে পারে; যা বড় বিপর্যয়।

শুক্রবার বন্দর নগরী ওডেসা পরিদর্শনে যাবেন জাতিসংঘ মহাসচিব। সেখান থেকেই ছাড়ছে শস্য ও খাদ্যপণ্যবাহী জাহাজগুলো। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় জুলাইয়ে পরিবহন ইস্যুতে সমঝোতায় পৌঁছায় যুদ্ধরত দেশগুলো।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply