হঠাৎ বেড়েছে সব ধরনের ডালের দাম, সবচেয়ে বেশি বেড়েছে মোটা মসুরের

|

হঠাৎ করেই সব ধরনের ডালের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে মোটা মসুর ডালের দর। মজুদ করে পণ্যটির দাম বাড়ানোর পাঁয়তারা চলছে, এমন অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। দুই সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ডালের দাম বেড়েছে অন্তত ১০ টাকা। বড় ব্যবসায়ীরা বলছেন, ডলারের উচ্চমূল্যের কারণে বাড়ছে আমদানি ব্যয়। পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বেড়েছে পরিবহন খরচ।

বাজারে সব ধরনের ডালের দাম বেড়েছে অন্তত ১০ টাকা। খুচরা পর্যায়ে দেশি মসুর ডাল কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১৩৫ টাকা আর আমদানি করা মসুর ডাল ১১০ টাকা। ছোলার ডাল ৮৫, অ্যাঙ্কর ৭০, মুগডাল ১৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খুচরা দোকানিদের অভিযোগ, অনেক পাইকার মজুদ করে দাম বৃদ্ধির পায়তারা চালাচ্ছে।

আর দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, দেশে যে ডাল উৎপাদন হয় তা দিয়ে চাহিদা মেটানো সম্ভব নয়। ফলে আমদানির ওপর নির্ভর করতে হয় তাদের। ফলে ডলারের ঊর্ধ্বমুখী দামের কারণে বেশি দামে ডাল আমদানি করতে হচ্ছে। তবে ডলারের দামের পাশাপাশি জ্বালানি তেলের দাম কমলে বাজার স্থিতিশীল হবে বলে মনে করছেন তারা।

প্রসঙ্গত, দেশে ডালের চাহিদা ২৫ লাখ টন হলেও বছরে উৎপাদন হয় প্রায় দশ লাখ টন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply