প্রচণ্ড গরমে ক্লান্ত শ্রমিকরা, এর মধ্যে এসি থেকে বেরিয়ে এলো বিষাক্ত গ্যাস, ২৫ শ্রমিক অসুস্থ

|

গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় অতিরিক্ত গরম ও এসি থেকে নিঃসৃত বিষাক্ত গ্যাসের সংস্পর্শে গিয়ে ২৫ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে গুরুতর ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে টঙ্গীর বিসিক সি ব্লকের ব্রাভো অ্যাপারেলস ম্যানুফেকচার লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

শ্রমিকরা জানাযন, দিনভর অস্বাভাবিক গরমের কারণে ক্লান্ত ছিলেন তারা। বিকেলে কারখানা চলাকালীন হঠাৎ এসি থেকে বিষাক্ত গ্যাস বেরিয়ে আসতে শুরু করলে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এসময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে ছোটাছুটি করে কারখানার সিঁড়ি দিয়ে নামার সময় বেশ কয়েকজন আহত হযন।

পরে অসুস্থ ও আহতদের উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হয়। গুরুতর অসুস্থদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply