জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়ে সফর শুরু করলো ভারত

|

জয়ের পথে শিখর ধাওয়ানের একটি শট। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফর করছে ভারত। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের প্রথম ওয়ানডে খেলে দুই দল। যেখানে ১০ উইকেটের বিশাল জয় পায় লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত।

বাংলাদেশ সময় সোয়া একটায় শুরু হওয়া ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ভারত। প্রথমে ব্যাট করে ৪০ ওভার ৩ বলে সবগুলো উইকেট হারিয়ে ১৮৯ রান করে জিম্বাবুয়ে। জবাব দিতে নেমে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৩০ ওভার ৫ বলেই লক্ষে পৌঁছে যায় ভারত।

১৯০ রানের লক্ষ্য তাড়া করতে ভারতের হয়ে ওপেনিংয়ে নামেন শিখর ধাওয়ান ও শুভমান গিল। ১১৩ বলে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন ধাওয়ান। তবে আরেক প্রান্তে শুভমান ছিলেন আগ্রাসী। ৭২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৩‌১ রানেই চার উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। একপর্যায়ে ১১০ রানের মধ্যে সাজঘরে ফিরে যান শুরুর আট ব্যাটার। তবে নবম উইকেট জুটিতে ব্রাড ইভানস ও রিচার্ড নাগারাভা ৭০ রানের জুটি গড়ে দলের রান ১৮০’তে নিয়ে যান। তবে এই রানের মাথায় নাগারাভা বোল্ড হয়ে ফিরলে ফিঁকে হয়ে যায় জিম্বাবুয়ের বড় সংগ্রহের আশা। শেষ পর্যন্ত দলটির সংগ্রহ দাঁড়ায় ১৮৯ রানে। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেছেন অধিনায়ক রেজিস চাকাভা। নাগারাভা ৩৪ আর ইভানস ৩৩ রানে অপরাজিত ছিলেন।

ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণ ও অক্ষর প্যাটেল। বাকি একটি উইকেট নেন মোহাম্মদ সিরাজ।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply