দখলকৃত পশ্চিম তীরে ৭ এনজিও’র কার্যক্রম বন্ধ করেছে ইসরায়েলি সেনাবাহিনী, নিহত ১

|

হারেতজ থেকে নেয়া ছবি।

দখলকৃত পশ্চিম তীরে ৭টি এনজিও’র কার্যক্রম বন্ধ করলো ইসরায়েলি সেনাবাহিনী। এ সময় তাদের ছোড়া গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহতের খবর পাওয়া গেছে। বিষয়টি ঘিরে উত্তাল এখন গোটা অঞ্চল। খবর হারেতজের।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকেই রামাল্লার গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় অভিযান চালাচ্ছে ইহুদি নিরাপত্তা বাহিনী। তাদের ঠেকাতে মাঠে নেমেছেন ফিলিস্তিনিরাও। এর মাঝেই, মানবাধিকার এবং নাগরিক অধিকার রক্ষা বিষয়ক সংস্থাগুলোর দফতরে চালানো হয় তল্লাশি। ঝুলিয়ে দেয়া হয় তালা। ইসরায়েলি বাহিনীর অভিযোগ, চরমপন্থীদের অর্থ দিয়ে সহায়তা করে এসব সংস্থা।

জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতের দিকে নাবলুস শহরের বালাতা শরণার্থী কেন্দ্রে চালানো হয় চিরুনি অভিযান। তাতে, প্রাণ হারান ২০ বছর বয়সী যুবক ওয়াসিম নাসার খালিফা। সেখানে গুরুতর আহত হন আরও চার ফিলিস্তিনি।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ইহুদি পূণ্যার্থীদের ওপর হামলার কারণেই সম্প্রতি দখলকৃত পশ্চিম তীরে বেড়েছে ইসরায়েলি সেনা বাহিনীর তৎপরতা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply