মজুরি বৃদ্ধির দাবিতে অনড় চা শ্রমিকরা

|

মজুরি বৃদ্ধির দাবিতে অনড় চা শ্রমিকরা বাগানগুলোয় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছেন। শ্রমিক নেতাদের দাবি, তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়েছে আন্দোলন, মজুরি বাড়ানোর ঘোষণা ছাড়া ফেরা যাবে না।

গতকাল বুধবার ঢাকায় কোনোরকম সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় ত্রিপক্ষীয় বৈঠক। এ বিষয়ে আরও আলোচনার পর দু-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মজুরি বাড়ানোর দাবিতে গত ৯ আগস্ট থেকে শুরু হয় চা শ্রমিকদের দৈনিক ২ ঘণ্টা করে কর্মবিরতি। সাড়া না পাওয়ায় ১৩ আগস্ট থেকে পুরোপুরি ধর্মঘটে যায় তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply