আমেরিকা ’৭১ এর পরাজয়ের প্রতিশোধ নেয় ’৭৫ সালে: ওবায়দুল কাদের

|

ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আপন লোকের বিশ্বাসঘাতকতায় বঙ্গবন্ধুকে সপরিবারে প্রাণ দিতে হয়েছে। বঙ্গবন্ধুকে বাঁচাতে সেদিন কোনো রাজনৈতিক নেতা এগিয়ে আসেননি। এই দায় রাজনীতিকদের নিতে হবে। আমেরিকা ’৭১ এর পরাজয়ের প্রতিশোধ নেয় ’৭৫ সালে। জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিরা বঙ্গবন্ধুকে হত্যার সাহস পেত না।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, ’৭৫ এর খুনিদের চাকরি দিয়ে পুনর্বাসন করেছে জিয়াউর রহমান। সবচেয়ে খারাপ কাজ করেছে খুনিদের দায়মুক্তি দিয়ে।

একইসাথে ২১ আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি জড়িত বলে আভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, মুফতি হান্নানের জবানবন্দিতে পরিষ্কার, হাওয়া ভবন থেকে শেখ হাসিনাকে হত্যার সিগন্যাল এসেছিল।

মির্জা ফখরুলের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করবেন, ব্যর্থ হলেও আওয়ামী লীগকে দোষ দেবেন। পদ্মা-মেঘনায় পানি গড়িয়ে যায়, ঈদ যায়, ফখরুল সাহেবদের আন্দোলন দেখা যায় না। ইলেকশনে মনোনয়ন বাণিজ্য আছে, বিএনপি এই লোভ সামলাতে পারবে না বলে এ সময় উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আন্দোলনে জয়ী হয়ে নির্বাচনে গেলে বিজয়ী হওয়া যায়, ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যায় না। আন্দোলনের সোনার হরিণ বিএনপির কাছে ধরা দিচ্ছে না, তাই ক্ষমতার ময়ূর সিংহাসন দূরের কথা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply