খারকিভে রুশ হামলার প্রতিশোধ নেয়া হবে: জেলেনস্কি

|

ইউক্রেনের খারকিভ অঞ্চলে রুশ হামলায় ৬ জন নিহতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেছেন, এ হামলার প্রতিশোধ ইউক্রেন বাহিনী নেবে। বুধবার (১৮ আগস্ট) জেলেনস্কি তার টেলিগ্রাম বার্তায় এ কথা বলেন। খবর এএফপির।

জেলেনস্কি টেলিগ্রামে বলেন, রুশ বোমা হামলায় একটি ব্লকের সব ফ্ল্যাট ধ্বংস হয়ে গেছে। এ হামলায় মূলত তারা তাদের শক্তিহীনতার পরিচয় দিয়েছে। তিনি বলেন, ইউক্রেন বাহিনী হামলাকারীদের ক্ষমা করবে না। প্রতিশোধ নেয়া হবে।

এদিকে খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবভ এ হামলায় ৬ জনের নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, বোমা হামলায় প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩ জন হলেও, পরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এছাড়া আহত হয়েছে ১৬ বেসামরিক নাগরিক।
এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply