প্রথম ওডিআইয়ে কিউইদের ৫ উইকেটে হারিয়েছে উইন্ডিজ

|

ক্রিকইনফো থেকে নেয়া ছবি।

বার্বাডোজে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক উইন্ডিজ। আগে ব্যাট করে কিউইরা অলআউট হয় মাত্র ১৯০ রানে। জবাবে ৫ উইকেট হারিয়ে ১১ ওভার হাতে রেখে জয়ের দেখা পায় উইন্ডিজ। ২০১৪ সালের পর কিউইদের বিপক্ষে ওয়ানডেতে এই প্রথম জয় পেলো ক্যারিবিয়রা।

বৃষ্টি বিঘ্নিত এ ম্যাচে টস হেরে ব্যাট করতে নামা কিউইরা ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেনি। কেন উইলিয়ামসন সর্বোচ্চ ৩৪ এবং ব্রেসওয়েল ৩১ রান করেন। ইনিংসের ২৮ বল বাকি থাকতেই ১৯০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বল হাতে ৩টি করে উইকেট পান স্পিনার আকিল হোসেইন ও পেসার আলজারি জোসেফ।

১৯০ রান তাড়া করতে নেমে শুরুটা খুব ভালো হয়নি ক্যারিবীয়দের। মাত্র ৭৪ রানেই ৩ উইকেট হারায় স্বাগতিকরা। তবে চতুর্থ উইকেটে ৭৫ রানের জুটি গড়ে জয়ের পথ সুগম করেন শামার ব্রুকস ও নিকোলাস পুরান। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন ব্রুকস।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply