এল সালভাদরে বাড়লো ‘বিশেষ জরুরি অবস্থা’র মেয়াদ

|

আলজাজিরা থেকে নেয়া ছবি।

মধ্য আমেরিকার দেশ- এল সালভাদরে বাড়ানো হয়েছে ‘বিশেষ জরুরি অবস্থা’র মেয়াদ। বুধবার (১৭ আগস্ট) সরকারের প্রস্তাবে সাড়া দিয়ে ‘বিশেষ জরুরি অবস্থা’র সময়সীমা এক মাস বৃদ্ধির অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট। খবর আলজাজিরার।

জানা গেছে, দেশটির ৮৪ আসনের পার্লামেন্টে বিশেষ জরুরি অবস্থার মেয়াদ বৃদ্ধির প্রস্তাবের পক্ষে সমর্থন দেন ৬৬ আইনপ্রনেতা। ফলে, সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে স্টেট অব এমারজেন্সি বা বিশেষ জরুরি অবস্থা। দেশটিতে ব্যাপকহারে গ্যাং মেম্বার ও গ্যাং ভায়োলেন্স সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারে পরিচালিত হচ্ছে তল্লাশি অভিযান। সেটি ত্বরান্বিত করতেই বাড়ানো হলো জরুরি অবস্থার মেয়াদ।

দেশটির পুলিশ প্রধানের দেয়া তথ্য অনুসারে, বর্তমানে কারাবন্দী রয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।

এর আগে, গ্যাং ভায়োলেন্সে চলতি বছরের মার্চের এক সপ্তাহে খুন হন ৯০ জন। মাফিয়াদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দেশটিতে সেসময়ই জোরালো অভিযানের নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট। এ উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানালেও, নিন্দা-সমালোচনায় বিদ্ধ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply