এ বছর জ্বালানি রফতানি থেকে কতো আয় করবে রাশিয়া?

|

ছবি: সংগৃহীত

চলতি বছর শুধু জ্বালানি রফতানির মাধ্যমেই ৩৩৭ বিলিয়ন ডলার আয় করবে, রাশিয়া। যা, গেলো বছরের তুলনায় ৩৮ শতাংশ বেশি।

বুধবার (১৭ আগস্ট) দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক নথির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্সের এক রিপোর্টে বলা হয়, পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার জন্য হিতে বিপরীত হয়েছে। দেশটির জ্বালানি তেল, গ্যাস ও কয়লা উল্টো চড়া দামে কিনতে হচ্ছে ক্রেতা দেশগুলোকে। প্রতি এক হাজার কিউবিক মিটার পেট্রোল রফতানি করা হয় ৭৩০ বিলিয়ন ডলারে। যা ২০২৫ সালের আগ-পর্যন্ত কমার কোনো লক্ষণ নেই- এমন পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা।

অবশ্য, রাশিয়ার অন্যান্য খাতগুলোর ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। পুরোদস্তুর বিধ্বস্ত দেশটির গাড়ি নির্মাণ খাত। এছাড়া, তথ্য-প্রযুক্তি এবং বিনিয়োগ খাতগুলোতেও লেগেছে ধস। এখনই প্রয়োজনীয় উদ্যোগ না নিলে ১২ শতাংশ পর্যন্ত সংকুচিত হবে রুশ অর্থনীতি, বলে সতর্ক করেছেন রুশ বিশ্লেষকরা। যা, সোভিয়েত ইউনিয়ন পতনের পর রেকর্ড।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply