চলতি বছর ২ লাখের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: তিতাস

|

চলতি বছরে জানুয়ারি থেকে জুন পর্যন্ত দুই লাখের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন বলে দাবি করেছেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশিদ মোল্লাহ।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকা, গাজিপুর, ময়মনসিংহ ও নারায়নগঞ্জ এলাকায় এসব অবৈধ সংযোগ বহাল ছিল। এছাড়া অবৈধ ব্যবহারের দায়ে ১৮০টি কলকারখানার সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে বলে জানান তিনি। বিল পরিশোধ না করার কারণেও ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিতাসের এ ব্যবস্থাপনা পরিচালক।

মো. হারুনুর রশিদ মোল্লাহ বলেন, অবৈধ সংযোগ বেশি হলে পুরো এলাকার সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হচ্ছে। এতে বৈধ গ্রাহকরা চোর ধরতে সহায়তা করেন বলে মন্তব্য তার। গ্যাসের চুরিতে জড়িত থাকার অভিযোগে তিতাসের ১২ কর্মকর্তা-কর্মচারীকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে বলেও জানান তিনি। তবে তিতাসের নিজস্ব লোকজনের বিরুদ্ধে শাস্তি দিতে যথেষ্ট প্রমাণ দরকার হওয়ায় তা সবসময় কার্যকর করা যায় না বলে মন্তব্য করেন তিতাসের এ ব্যবস্থাপনা পরিচালক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply