সিরিজ বিস্ফোরণে কেঁপে উঠলো থাইল্যান্ড

|

আলজাজিরা থেকে সংগৃহীত ছবি।

সিরিজ বিস্ফোরণে কেঁপে উঠলো থাইল্যান্ড। দেশটির দক্ষিণাঞ্চলের তিন প্রদেশের ১৭টি স্থানে একযোগে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক হতাহতের শঙ্কা করা হচ্ছে। বিস্ফোরণের পর আগুনে দগ্ধ অন্তত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে থাই কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার (১৭ আগস্ট) ভোরের দিকে পাত্তানি, ইয়ালা, নারাথিওয়ার বিভিন্ন এলাকার সুপারশপ, খাবারের দোকান এবং ফিলিং স্টেশনে বিস্ফোরণ হয়। এর মধ্যে পাত্তানিতে দুটি, ইয়ালায় ছয়টি এবং নারাথিওয়াতে নয়টি হামলা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাত্তানির নং চিকের। সেখানে একটি পেট্রোল স্টেশন পুড়ে গেছে। এখন পর্যন্ত কোনও সংগঠন এসব বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে মালয়েশিয়া সীমান্তবর্তী প্রদেশগুলোতে দীর্ঘদিন ধরেই সক্রিয় বিদ্রোহী গোষ্ঠীগুলো। এরমধ্যে মুসলিম অধ্যুষিত পাত্তানি, ইয়ালা, নারাথিওয়াত এবং শঙ্খলা প্রদেশের বিভিন্ন স্থানে বিদ্রোহী বিরোধী অভিযান অব্যাহত রয়েছে থাই সামরিক বাহিনীর।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply