‘হাম্বানটোটায় চীনা জাহাজ নোঙ্গরের ঘটনায় গভীরভাবে নজর রাখবে ভারত’

|

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামন্নিয়াম জয়শঙ্কর।

শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে চীনা জাহাজ নোঙ্গরের ঘটনায় ভারত গভীরভাবে নজর রাখবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামন্নিয়াম জয়শঙ্কর।

বুধবার (১৭ আগস্ট) ব্যাংককে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ভারতের নিরাপত্তার সাথে জড়িত এমন বিষয়ে সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে এস. জয়শঙ্করের সাথে আরও উপস্থিত ছিলেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামন্নিয়াম জয়শঙ্কর বলেন, প্রতিবেশী দেশে কী ঘটছে, তা ভারতের নিরাপত্তার সাথে জড়িত হলে অবশ্যই নজরে রাখতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আগেও জানিয়েছে, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গভীরভাবে পযর্বেক্ষণ করা হবে।

এর আগে, মঙ্গলবার (১৬ আগস্ট) শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে পৌঁছায় চীনের সামরিক জাহাজ ইউয়ান ওয়াং ফাইভ। এটি মূলত উপগ্রহের ওপর নজরদারিতে ব্যবহৃত হয়। নিরাপত্তা ইস্যুতে ভারতের উদ্বেগের জেরে জাহাজটি প্রবেশের অনুমতি স্থগিত করেছিলো লঙ্কান সরকার। তবে গত শনিবার আবার সিদ্ধান্ত পাল্টে চীনা জাহাজকে প্রবেশাধিকার দেয় দেশটি।

প্রসঙ্গত, ১৯৮৭ সালের দিল্লি-কলম্বো চুক্তি অনুযায়ী শ্রীলঙ্কার কোনো বন্দর ব্যবহার করতে দেয়া যাবে না বিদেশি সামরিক বাহিনীকে। দীর্ঘদিন ধরেই শ্রীলঙ্কার ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে ভারত-চীন দুই দেশই।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply