‘টেকসই পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে’

|

টেকসই পরিবেশ তৈরি না করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হলে তারা আবারও ফিরে আসতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।

বুধবার (১৭ আগস্ট) দুপুুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, জলবায়ু পরিবর্তনের প্রতিটি বিরূপ প্রভাব বাংলাদেশে বিদ্যমান। বাংলাদেশের মতো পরিবেশগতভাবে বিপন্ন দেশগুলোকে সহায়তা করতে বিশ্ব সম্প্রদায়ের এগিয়ে আসা উচিৎ বলে মনে করেন তিনি।

মিশেল ব্যাচেলেট বলেন, বন, নদী ও পরিবেশ রক্ষায় সরকারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply