প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মানবাধিকার প্রধানের সাক্ষাৎ

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট।

বুধবার (১৭ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। বলেন, বাংলাদেশ সরকার দেশের জনগণ ও গণমাধ্যমের মৌলিক স্বাধীনতায় বিশ্বাসী।

এ সময় মিশেল ব্যাচেলেট শেখ হাসিনা সরকারের চলমান উন্নয়নের প্রশংসা করেন। বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মানুষের জীবনমান উন্নয়নে জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply