চকবাজারের প্লাষ্টিক কারখানার বৈধতা ছিল না: মেয়র তাপস

|

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

রাজধানীর চকবাজারের চারতলা ভবনে অবস্থিত হোটেল, প্লাস্টিক ও পলিথিন কারখানার কোনো বৈধতা ছিল না। এমনটাই জানিয়েছেন দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৭ আগস্ট) দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে মেয়র তাপস বলেন, এই এলাকার কারখানাগুলো পুরোটাই বেআইনিভাবে করা হয়েছে। ৩৪টি প্লাস্টিক ও কেমিক্যালের গুদাম শনাক্ত করা হয়েছে। এছাড়া শ্যামপুর এলাকায় মিলেছে ৫০টি সন্ধান। সব গুদাম ও কারখানা সম্পূর্ণভাবে স্থানান্তরিত করা হবে বলেও জানান তিনি। আগামী ডিসেম্বরের মধ্যে ৫শ’ প্রতিষ্ঠানকে স্থানান্তরিত করা হবে বলেও জানান তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বাণিজ্যের অনুমতি না দেয়া সত্ত্বেও সে কীভাবে গ্যাস ও বিদ্যুতের সংযোগ পেলো, এ বিষয়গুলোর সুরাহা করতে সবগুলো সংস্থাকে একত্রে কাজ করতে হবে। আমাদের তরফ থেকে তো আমরা বাণিজ্য অনুমতি বন্ধ করে রেখেছি। অন্যান্য সংস্থাগুলোরও এসব বিষয় যাচাই-বাছাই করে দেখা উচিত যে, বাণিজ্য অনুমতি ছাড়াই কীভাবে গ্যাস ও বিদ্যুতের সংযোগ তারা পেলো।

আরও পড়ুন: চকবাজার অগ্নিকাণ্ড: গভীর রাতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply